রমযান মাসের ফযীলত
আরবী চান্দ্র মাসের নবম মাস হচ্ছে রমযানুল মোবারক বা পবিত্র রমযান মাস।
ইসলামী চান্দ্র মাসগুলোর মধ্যে রমযান মাস এক বিশেষ মর্যাদার অধিকারী। এ মাসের
ইবাদত-বন্দেগীর সওয়াব অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ অধিক। এ মাসটি হলো সংযম,
ত্যাগ-তিতীক্ষা ও পাপ থেকে মুক্ত হবার মাস। এ মাসে রোযা রাখা প্রত্যেক
বালেগ-বালেগা, পুরুষ-স্ত্রী নির্বিশেষে সবার উপর ফরয।
এ মাসে একটি রাত্রি আছে যা হাজার মাস থেকেও উত্তম। এ রাত্রেই মহান আল্লাহ
পাক তাঁর অমূল্য বাণী, মানবজাতির ইহকাল ও পরকাল উভয় জীবন সুন্দর ও সুখের তৈরি করার
বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় কিতাব ও অপ্রতিদ্বন্দ্ধী "কোরআন মাজীদ"
অবর্তীর্ণ করেন। এ রাত্রিকে বিশ্বের মুসলিম সমাজ লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাত্র
মহা সম্মানিত রাত্রি বলা হয়।
Very nice blog and informative post. Keep posting and keep updating.
ReplyDelete❤️
For jsc exam preparation, ssc exam preparation & hsc exam preparation. To get exclusive model test with answer....
Visit...
www.OSC24.blogspot.com