Friday, April 10, 2015

রমযান মাসের ফযীলত

রমযান মাসের ফযীলত

আরবী চান্দ্র মাসের নবম মাস হচ্ছে রমযানুল মোবারক বা পবিত্র রমযান মাস। ইসলামী চান্দ্র মাসগুলোর মধ্যে রমযান মাস এক বিশেষ মর্যাদার অধিকারী। এ মাসের ইবাদত-বন্দেগীর সওয়াব অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ অধিক। এ মাসটি হলো সংযম, ত্যাগ-তিতীক্ষা ও পাপ থেকে মুক্ত হবার মাস। এ মাসে রোযা রাখা প্রত্যেক বালেগ-বালেগা, পুরুষ-স্ত্রী নির্বিশেষে সবার উপর ফরয।


এ মাসে একটি রাত্রি আছে যা হাজার মাস থেকেও উত্তম। এ রাত্রেই মহান আল্লাহ পাক তাঁর অমূল্য বাণী, মানবজাতির ইহকাল ও পরকাল উভয় জীবন সুন্দর ও সুখের তৈরি করার বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় কিতাব ও অপ্রতিদ্বন্দ্ধী "কোরআন মাজীদ" অবর্তীর্ণ করেন। এ রাত্রিকে বিশ্বের মুসলিম সমাজ লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাত্র মহা সম্মানিত রাত্রি বলা হয়।

1 comment:

  1. Very nice blog and informative post. Keep posting and keep updating.
    ❤️

    For jsc exam preparation, ssc exam preparation & hsc exam preparation. To get exclusive model test with answer....
    Visit...
    www.OSC24.blogspot.com

    ReplyDelete